জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়, রংপুর এর আওতাধীন ০৮টি জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, সরকারের এই প্রতিষ্ঠানটিগুলো নিরালসভাবে জনগণের মধ্যে সঞ্চয়ের সংস্কৃতি গড়ে তুলতে কাজ করে। সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী ব্যক্তির কাছে সঞ্চয়পত্র ইস্যু, মুনাফা প্রদান ও মুল টাকা নগদায়ন করে থাকে। সঞ্চয়পত্রে বিনিয়োগকৃত অর্থ থেকে বিনিয়োগকারীদের সরকার আকর্ষণীয় মুনাফা প্রদান করে থাকে যা তাদের পারিবারিক সুরক্ষা হিসেবে কাজ করে। একই সাথে সঞ্চপত্রের সংগৃহীত অর্থ থেকে প্রজাতন্ত্রের ঘাটতি বাজেটের অর্থায়ন হয়, যা জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভুমিকা রাখছে। অর্থাৎ সঞ্চয়পত্রে বিনিয়োগকৃত অর্থ ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় স্বনির্ভরতায় ব্যাপক ভূমিকা রাখছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস