Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সকল জেলা সঞ্চয় অফিস হতে ২০২২-২৩ অর্থবছরের উৎস কর কর্তন প্রত্যয়নপত্র প্রদান করা হচ্ছে ** Source tax deduction certificate for financial year 2022-23 is being issued from all District Savings Offices.


আমাদের অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের (বিগত ০৩ বছর) প্রধান অর্জনসমূহঃ

জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়, রংপুর বিভাগ, রংপুর এর প্রধান কাজ হচ্ছে অধিনস্থ অফিসসমূহের জন্য দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা, অধিনস্ত জেলা সঞ্চয় অফিস/ব্যুরোসমূহ অডিট ও পরিদর্শন, আর্থিক ও আইনী সমস্যার সমাধান, বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় তদারকী এবং অধিক্ষেত্রাধীন ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় ব্যুরোর সমন্বয়ে সভা/সেমিনার/প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা। জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়, রংপুর বিভাগ, রংপুর এর আওতায় ০৮ (আট) টি জেলার ২০১২-২০১৩ অর্থ বছর হতে ২০১৬-২০১৭ অর্থ বছর তথা বিগত ০৫ (পাঁচ) বছরের লক্ষ্যমাত্রা ও বিনিয়োগ যথাক্রমে পঞ্চগড় ৪০.৭৫০০, ৫১.১১৩২, দিনাজপুর ২৫৪.৭৫০০, ৩৬৪.১০০৬, ঠাকুরগাঁও ৭৯.০০০০, ৯৫.০৯৮১, লালমনিরহাট ২৩.০০০০, ২৮.৬৬৯৬, নীলফামারী ৪২.২৫০০, ৬৩.৩১৩৩, রংপুর ১২২.৭৫০০, ১৪৮.৮২৭৯, কুড়িগ্রাম ৯৬.৫০০০, ১১৯.৩০০০, এবং গাইবান্ধা ১০৮.৫০০০, ১৫৭.৩৮০২ অর্জিত হয়। যা লক্ষ্যমাত্রার বিপরীতে ১৩৩.৯২ শতাংশ অর্জিত হয়। বিগত বছরগুলোতেও লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের এ ধারা ছিল সন্তোষজনক।