Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সকল জেলা সঞ্চয় অফিস হতে ২০২২-২৩ অর্থবছরের উৎস কর কর্তন প্রত্যয়নপত্র প্রদান করা হচ্ছে ** Source tax deduction certificate for financial year 2022-23 is being issued from all District Savings Offices.


অফিস সম্পর্কিত

জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়, রংপুর এর আওতাধীন ০৮টি জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, সরকারের এই প্রতিষ্ঠানটিগুলো নিরালসভাবে জনগণের মধ্যে সঞ্চয়ের সংস্কৃতি গড়ে তুলতে কাজ করে।  সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী ব্যক্তির কাছে সঞ্চয়পত্র ইস্যু, মুনাফা প্রদান ও মুল টাকা নগদায়ন করে থাকে। সঞ্চয়পত্রে বিনিয়োগকৃত অর্থ থেকে বিনিয়োগকারীদের সরকার আকর্ষণীয় মুনাফা প্রদান করে থাকে যা তাদের পারিবারিক সুরক্ষা হিসেবে কাজ করে। একই সাথে সঞ্চপত্রের  সংগৃহীত অর্থ থেকে প্রজাতন্ত্রের ঘাটতি বাজেটের অর্থায়ন হয়, যা জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভুমিকা রাখছে। অর্থাৎ সঞ্চয়পত্রে বিনিয়োগকৃত অর্থ ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় স্বনির্ভরতায় ব্যাপক ভূমিকা রাখছে।